
দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে মুদি দোকানের আড়ালে বেআইনি মদ বিক্রির কারবার ঘিরে উত্তেজনা, আক্রান্ত পুলিশ
মুদি দোকানের আড়ালে বেআইনি মদ বিক্রির কারবার। আর এই ঘটনা ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার মৈপীঠে। গ্রামের মহিলারা একজোট হয়ে বেআইনি মদ বিক্রির প্রতিবাদে দোকান ভাঙচুর করে। মজুত মদও নষ্ট করে দেওয়া হয়। পুলিস সূত্রে খবর, রবিবার রাতে মৈপীঠ উপকূল থানার দেবীপুর শনিরমোড় এলাকায় ঘটনাটি ঘটে। যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে, দোকান ভাঙচুরের পরে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। মৈপীঠ উপকূল থানার পুলিস ঘটনাস্থলে গেলে পুলিসকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিস অভিযুক্ত বিক্রেতাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গেলে মহিলারা লাঠি নিয়ে মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ। অভিযুক্তকে পুলিসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। পুলিসকে রীতিমতো ধাক্কা দেওয়া হয়। লাঠি দিয়ে পিছন থেকে মারাও হয় বলে অভিযোগ। মহিলা ও এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই মদ দোকান থেকে কিনে নিয়ে যাচ্ছে স্কুলের ছেলেরাও। প্রতি বাড়িতে নিত্য অশান্তি হচ্ছে। পাড়ায় মদের ঠেক বসছে। পুলিসকে জানানো হলেও পুলিস কোনোও ব্যবস্থা নেয়নি বলে দাবি। পুলিসের গাড়ি ঘিরে ধরে চলে বিক্ষোভ। কয়েক ঘন্টা পরে অভিযুক্তকে গাড়িতে তুলতে সক্ষম হয় পুলিস। অভিযুক্তর নাম বিশ্বজিৎ সাউ। সোমবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ।