ধানবাদে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত ৫
মাঝরাতে ভয়ানক অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৫ জন। ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডের ধানবাদে। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাত আড়াইটে নাগাদ আচমকাই একটি বেসরকারি হাসপাতালের আবাসনে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়া বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয় ৫ জনের। মৃতদের মধ্যে ওই হাসপাতালের কর্ণধার চিকিৎসক দম্পতিও রয়েছেন বলে খবর। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।