কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই হাজার হাজার ঘর, মৃত কমপক্ষে ১৫

রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাংলাদেশের বক্স বাজারে। সোমবার দুপুর থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। মঙ্গলবার দুপুর পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের রিফিউজি এজেন্সি জানিয়েছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫। তবে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। বাংলাদেশের বক্স বাজারে মোট ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। ৮ নম্বর ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাষ্ট্রপুঞ্জের দেওয়া হিসেব অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ৪০০ জন নিখোঁজ রয়েছেন। প্রায় সাড়ে ন’হাজার অস্থায়ী ঘর আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে।

error: Content is protected !!