কাশ্মীরে শিল্পী আমরীন ভাটকে গুলি করে হত্যা, আহত ১০ বছরের শিশু

জম্মু ও কাশ্মীরে আবারও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বাদগাম জেলায় নিজের বাসভবনে সন্ত্রাসবাদীদের হামলায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছে তাঁর নাবালক ভ্রাতুষ্পুত্র। জানা গেছে ওই মহিলার নাম আমরীন ভাট। তিনি একজন টিভি শিল্পী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার ১০ বছর বয়সী ভ্রাতুষ্পুত্রের হাতেও বুলেটের আঘাত রয়েছে বলে,জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিস।

error: Content is protected !!