বয়সসীমা পেরিয়ে গেলেও ডাকতে হবে ইন্টারভিউয়ে, পর্ষদকে নয়া নির্দেশ বিচারপতির
পরীক্ষার্থীর বয়স পেরিয়ে গিয়ে থাকলে তার দায় নিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সোমবার এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশ দিতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভর্ৎসনাও করেছেন বিচারপতি। এদিন টেটে নিয়োগ সংক্রান্ত বঞ্চনার কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক টেট চাকরিপ্রার্থী। পর্ষদের ভুলের জন্য তিনি বঞ্চনার শিকার হয়েছেন জানিয়ে আদালতে আবেদন করেছিলেন। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি এমনটা জানান। প্রয়োজনে উত্তীর্ণ অথচ বয়স পেরিয়ে যাওয়া এই প্রার্থীদের জন্য পর্ষদকে ইন্টারভিউ বোর্ড গঠন করতে হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষায় ভুল প্রশ্নের জন্য ৬ নম্বর করে বেড়েছে পরীক্ষার্থীদের। তাঁদেরই একজন ওই মামলাকারী। কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। পরে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা করেন এবং তার জন্য অতিরিক্ত ৬ নম্বরও পান। এতে খাতায় কলমে তিনি উত্তীর্ণ হন এবং ইন্টারভিউয়ে বসার যোগ্য হিসাবেও বিবেচিত হন। কিন্তু শেষ পর্যন্ত ইন্টারভিউয়ে বসতে পারেননি। বয়স পেরিয়ে যাওয়ায় সুযোগ দেয়নি পর্ষদ। সেইসব সমস্যার কথা জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থী।