
আগামী ৩১ মার্চ পর্যন্ত রোজ খোলা থাকবে ব্যাংক
আগামী ৩১ মার্চ পর্যন্ত খোলা রাখতে হবে সব ব্যাংক । এমনকী সাপ্তাহিক ছুটির দিন রবিবারও বন্ধ থাকবে না ব্যাংক-এর দরজা। বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাংক-এর তরফে দেশের সমস্ত ব্যাংকগুলির কর্তৃপক্ষকে এমনই নির্দেশিকা পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, ২১ মার্চ কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নেয়। তার ঠিক পরদিনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই মতো দেশের সব ব্যাঙ্কের প্রতিটি শাখায় মাসের বাকি দিনগুলিতে নির্ধারিত সময় পর্যন্ত ব্যাংক খোলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এনইএফটি এবং আরটিজিএসের জন্য ২৪ ঘণ্টাই ব্যাংক পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৩১ মার্চ সরকারি চেক লেনদেনের জন্য বিশেষ ক্লিয়ারিংয়েরও ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। আগামী ৩১ মার্চ অর্থবর্ষ শেষ হচ্ছে। তার আগে সরকারি লেনদেনের হিসেব যাতে চলতি অর্থবর্ষের মধ্যেই রাখা যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষকে।