বাংলাদেশের টাঙ্গাইলে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি
বাংলাদেশের টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঝিনাই নদীতে শতাধিক যাত্রী সহ একটি নৌকা ডুবে যায়। বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় নৌ-পথে গাজীপুর থেকে গার্মেন্টসকর্মীসহ শতাধিক যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয় চারটি ইঞ্জিনচালিত নৌকা। এগুলোর মধ্যে তিনটি বাসাইলের ঝিনাই নদীর নথখোলা সেতু অতিক্রম করে যায়। কিন্তু পেছনে থাকা অপর নৌকাটি সেতু অতিক্রম করার সময় পানির নিচে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা খেলে তলা ফেটে যায়। এ সময় নৌকায় নদীর জল ওঠা শুরু করে। তখন যাত্রীরা দ্রুত সাঁতরে পারে ওঠার চেষ্টা করে। পরে স্থানীয়রা গিয়ে শিশুসহ শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহত কিংবা নিখোঁজের খবর পাওয়া যায়নি।