ডেঙ্গি মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি নিয়ে নবান্নে হওয়া বৈঠকে কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়ালি যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে একাধিক দফতরের সচিব ও বিভিন্ন জেলার জেলাশাসকরা উপস্থিত ছিলেন। হঠাৎ করেই সেই বৈঠকে টেলিফোন করে ফোন মারফত যোগ দেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন ডেঙ্গি মোকাবিলায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সপ্তাহে সাত দিনব্যাপী ২৪ ঘন্টা ধরে কাজ করতে হবে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নজরদারি করতে হবে এবং বাড়িতে বাড়িতে যেতে হবে যাতে কোন প্রাণহানির ঘটনা না ঘটে। হটস্পট অঞ্চলগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।