বর্ধমানে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত বহু

বর্ধমানে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। জানা গেছে, আজ সকালে পানাগর থেকে ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি ওই বাসটি বর্ধমানে যাচ্ছিল। পথে বুদবুদের ধরলা মোড়ের কাছে দু’নম্বর জাতীয় সড়কের ওপর বাসটির সাথে দুর্গাপুরগামী একটি কন্টেইনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন বাসের প্রায় সব যাত্রীই। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, বাসটি রংরুট ধরে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি বলেই খবর। এদিকে, দুর্ঘটনার জেরে দুর্গাপুরগামী দু’নম্বর জাতীয় সড়কের রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে বুদবুদ থানার পুলিস ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

error: Content is protected !!