যাদবপুরের উপাচার্যকে সরাতেই রাজ্যপালকে কটাক্ষ শিক্ষামন্ত্রীর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর অভিযোগ, রাজ্যের উচ্চশিক্ষাকে ধ্বংস করার চেষ্টা করছেন রাজ্যপাল। এমনকি রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তিকালীন নির্দেশ অমান্য করারও অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সমাবর্তনের ঠিক আগের দিন, শনিবার সন্ধ্যায় যাদবপুরের অস্থায়ী উপাচার্যকে অপসারণ করেন রাজ্যপাল। রাজভবন থেকে উপাচার্যকে জানিয়ে দেওয়া হয়, তাঁকে তাঁর কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হল। এর পরেই প্রশ্ন উঠছে, রবিবার কি আদৌ যাদবপুরে হবে সমাবর্তন? তার পরই নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে রাজ্যপালকে একহাত নেন ব্রাত্য। তিনি লেখেন, “উনি (রাজ্যপাল) বিষদাঁত এবং নখ বার করছেন।”

error: Content is protected !!