আইনের ভাষা আরও সহজ করতে হবে, আদালতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবেঃ প্রধানমন্ত্রী

আজ দিল্লির বিজ্ঞান ভবনে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আজ আয়োজিত হয়েছে সম্মেলন। বহু দিন পরে আজ একই মঞ্চে উপস্থিত ছিলেন মোদি- মমতা। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যই দিল্লি উড়ে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ” আমাদের দেশে বিচার ব্যবস্থা সংবিধানের অভিভাবকের ভূমিকা পালন করে। আইনসভা আশা আকাঙ্খার প্রতিনিধিত্ব করে। বিচার ব্যবস্থা এবং আইন সভার সম্মিলিত ভারসাম্য আগামী দিনে দেশের বিচার ব্যবস্থাকে আরও কার্যকরী করে তুলবে।” আইনের ভাষা আরও সহজ এবং সকলের বোধগম্য হবে বলেও জানান তিনি, সঙ্গেই বলেন আইন হবে সর্বসাধারণের জন্য সমান এবং বিচারে সকলেই সমান অধিকার পাবেন। বর্তমান সমাজ এবং প্রযুক্তির বিষয়ে তিনি বলেন, ” বর্তমান

সমাজে প্রযুক্তির ভূমিকা অনেক, আমি সকল বিচারপতিকে বলব বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার। বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার করতে হবে।” সঙ্গেই বলেন, ” যুব সম্প্রদায়ের জীবনের অংশ প্রযুক্তি, এটা তাদের কর্মদক্ষতায় পরিণত করতে হবে। তার জন্য উদ্যোগ নিতে হবে মিলিত ভাবে।” ন্যায় এর ভাষা আরও সহজ হবে বলেও জানান, প্রধানমন্ত্রীর মতে, ” সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন বিচার ব্যবস্থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। বিভিন্ন দেশে এমনভাবে আইন তৈরি করতে হবে যাতে মানুষ সেটি বুঝতে পারে।” মাতৃভাষার পক্ষেও সওয়াল করেন আজ। মোদি বলেন, ” আমাদের দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ন ইংরেজিতে পরিচালিত হয়। একাধিক রাজ্যে প্রযুক্তি গত শিক্ষা মাতৃভাষায় হচ্ছে। মাতৃ ভাষায় পড়াশোনা হলে প্রত্যন্ত গ্রামের মানুষদের উচ্চশিক্ষায় আর কোন সমস্যা হবে না। আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে হবে”। গত ২৫ বছরে আইনের অনেক কিছু বদলেছে, আজকে মঞ্চে দাঁড়িয়ে আগামী ২৫ বছরের রূপরেখা তৈরির কথা বলেন তিনি।

error: Content is protected !!