প্রকাশ্যে এলো ‘দ্য প্যারাডাইস’ ছবির বাংলা টিজার

 এবার দক্ষিণের ন্যাচারাল স্টার নানি পা রাখছেন বাংলায় ৷ মুক্তি পেয়েছে ‘দ্য প্যারাডাইস’ ছবির বাংলা টিজার ৷ সোশাল মিডিয়ায় ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে ১ মিনিট ৪৫ সেকেন্ডের টিজার ৷ শ্রীকান্ত অডেলা পরিচালিত ‘দ্য প্যারাডাইস’ ছবির ছোট্ট ঝলক এসেছে সামনে ৷ তামিল, তেলুগুর পাশাপাশি টিজার এসেছে বাংলাতেও ৷ ছবির মুক্তি আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৬ মার্চ ৷

error: Content is protected !!