কুয়াশার জের, হুগলি নদীর চড়ে আটকে গেল যাত্রীবোঝাই লঞ্চ

কুয়াশার জেরে হুগলি নদীর চড়ে আটকে গেল যাত্রীবোঝাই লঞ্চ। লঞ্চটি ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যাচ্ছিল। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে প্রায় ৪৫মিনিট ধরে নদীর চড়ে আটকে ছিল লঞ্চটি। কুকড়াহাটির কাছে এড়িয়াখালি শিবমন্দিরের অদূরে ঘটেছে ঘটনাটি। যাত্রীরা আতঙ্কিত হয়ে আত্মীয় স্বজনদের ফোন করতে থাকেন। ভাইফোঁটার জন্য এদিন লঞ্চে ভিড় ছিল। স্থানীয় বাসিন্দা বিজয় দাস বলেন, ৮.১৫মিনিট নাগাদ জোয়ার আসতে লঞ্চ চালু হয়।

error: Content is protected !!