উজ্জ্বলা যোজনা উপভোক্তার বাড়িতে গিয়ে চা পান করলেন প্রধানমন্ত্রী
শনিবার অযোধ্যায় মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং পুনর্নির্মিত অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে জনসভায় বক্তব্য রাখার পাশাপাশি একজন উজ্জ্বলা যোজনা উপভোক্তার বাড়িতে গিয়ে চা পান করলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, যাঁর বাড়িতে প্রধানমন্ত্রী এদিন গিয়েছিলেন তিনি ১০ কোটিতম উজ্জ্বলা গ্যাস উপভোক্তা। তাঁর নাম মীরা। বাড়িতে পা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী। শুরু তাই নয়। নিজের হাতে তাঁকে চা বানিয়ে খাইয়েছেন মীরা। সেই আনন্দে আপ্লূত ওই গৃহিণী বললেন, ‘ভগবান এইভাবে আমার বাড়িতে আসবে তা আমি কল্পনাও করিনি’।