মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বন্ধ থাকবে কামালগাজি থেকে সোনারপুর স্টেশনের রাস্তা
নিকাশি কাজের জন্য মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার ভোর ছ’টা পর্যন্ত কামালগাজি মোড় থেকে সোনারপুর স্টেশন পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। পূর্তদপ্তরের পক্ষ থেকে মিশনপল্লি এলাকায় হাইড্রেন এবং পাইপ বসানো হবে। রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যান মোফারজাল হোসেন বলেন, প্রায় ৬ ফুট গভীর ড্রেন হবে। গোটা এলাকায় জমা জল বের করার জন্য পাইপও বসবে। এক রাতেই কর্মীরা কাজ শেষ করবেন বলে দপ্তর আশ্বাস দিয়েছে। এদিকে রাস্তা বন্ধ থাকার ঘোষণা নিয়ে সোমবার বিভিন্ন পাড়ায় মাইকে করে প্রচার করা হয়।