
শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়
আজ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। আনুষ্ঠানিকভাবে একে বলা হয় দফতর ওয়ারি বাজেট আলোচনা। এখন পর্যন্ত পাওয়া সূচি অনুযায়ী, এই অধিবেশন চলবে 20 মার্চ পর্যন্ত। এবারের অধিবেশন আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ড ও ‘ভূতুড়ে’ ভোটার ইস্যু নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিধানসভায় এই বিষয়গুলি নিয়েও চর্চা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।সোমবার অধিবেশন শুরু হবে শোক প্রস্তাবের মাধ্যমে। এরপর থাকবে প্রশ্নোত্তর পর্ব। প্রথম দিন সাপ্লিমেন্টারি গ্রান্ড নিয়ে আড়াই ঘণ্টার আলোচনা হওয়ার কথা রয়েছে। বর্তমানে বৃহস্পতিবার পর্যন্ত আলোচনার নির্দিষ্ট সূচি প্রকাশ করা হয়েছে। সেদিন বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে, যেখানে পরবর্তী দিনগুলির আলোচনা সূচি নির্ধারিত হবে। আগামী বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। ওইদিন সেখানে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিধানসভায় উপস্থিত থাকতে পারেন এবং দফতর ওয়ারি বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। এবারের অধিবেশন আরও তাৎপর্যপূর্ণ হতে চলেছে ৷ কারণ, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে একাধিক আইনের সংশোধনী আনা হতে পারে। শাসকদল চাইছে এই অধিবেশনে গুরুত্বপূর্ণ আইন সংশোধন করতে, যা রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোকে প্রভাবিত করতে পারে। এছাড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিধানসভাতেও এই বিষয়গুলি নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে তীব্র বাদানুবাদ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই কাল থেকেই রাজ্যবাসীর নজর থাকবে বিধানসভার দিকে। বিরোধীদের আক্রমণ, নাকি শাসক দলের বাজেট বরাদ্দের ঘোষণা— এই দুইয়ের লড়াই নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বিধানসভা।
দফতরভিত্তিক বাজেট আলোচনার সূচি:
মঙ্গলবার: শ্রম দফতরের বাজেট আলোচনা। প্রথমে থাকবে প্রশ্নোত্তর পর্ব, এরপর দু’ঘণ্টার আলোচনা।