মুক্তি পেল ভোলার দ্বিতীয় টিজার

মুক্তি পেল অজয় দেবগণ অভিনীত-প্রযোজিত-পরিচালিত ছবি ভোলার দ্বিতীয় টিজার। দক্ষিণী ছবি কাইথির হিন্দি সংস্করণ হল ভোলা। যাতে অভিনয়ের পাশাপাশি পরিচালকের দায়িত্বেও রয়েছেন খোদ অজয়। এই ছবিতে এক পুলিস আধিকারিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টাবুকে। আগামী ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ভোলা।

error: Content is protected !!