
পাঁচটি নতুন সাইবার থানা খুলতে চলেছে রাজ্য প্রশাসন
এবার আরও পাঁচটি নতুন সাইবার থানা খুলতে চলেছে রাজ্য প্রশাসন। রাজ্যে ঘটে চলা সাইবার অপরাধে রাশ টানতেই এই প্রয়াস। আজ, বুধবার এই কথা জানিয়ে নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন পাঁচটি সাইবার থানা হল যথাক্রমে- রানাঘাট, কল্যাণী, ইসলামপুর, বনগাঁ ও চন্দননগর। প্রত্যেকটি থানাকেই নির্দিষ্ট আদালতের অন্তর্ভুক্ত করা হয়েছে।