আজ থেকেই রাজ্যে জারি হল আংশিক লকডাউন

অনির্দিষ্টকালের জন্য সব শপিং মল, রেস্তোরাঁ বন্ধ, বাজার দোকান খোলা দিনে ৫ ঘণ্টা, তবে খোলা থাকবে মুদির দোকান, ওষুধের দোকান, দুধে দোকান, অত্যাবশক পণ্যের দোকান

কলকাতাঃ এদিন থেকেই রাজ্যে লাগু হয়ে গেল আংশিক লকডাউন। এদিন নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। সেখানেই বলা হয়েছে এদিন থেকেই রাজ্যে অনির্দিষ্ট কালের জন্য আংশিক লকডাউন লাগু হয়ে যাচ্ছে শুক্রবার সন্ধ্যা থেকেই। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন থেকেই রাজ্যের সব শপিং কমপ্লেক্স, মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা আর সুইমিং পুল বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারি ও অনলাইন সার্ভিস বজায় রাখা যাবে। তবে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখা হবে। নিত্যদিনের প্রয়োজনীয় বাজার আগামিকাল সকাল থেকে দিনে ৩ ঘন্টা ও বিকালে ২ ঘন্টার জন্য বসতে পারবে। তবে মুদির দোকান, ওষুধের দোকান এর আওতায় পড়বে না।

  • শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যে লাগু হয়ে গেল অনির্দিষ্ট কালের জন্য আংশিক লকডাউন। যারা এই লকডাউন মানবেন না তাঁদের গ্রেফতার করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে প্রশাসন। হতে পারে জেল ও জরিমানা।
  • রাজ্যের সব শপিং কমপ্লেক্স , মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা আর সুইমিং পুল বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারি ও অনলাইন সার্ভিস বজায় রাখা যাবে।
  • প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা ও বিকাল ৩টে থেকে ৫টা অবধি শাকসব্জি, মাছ-মাংসের বাজার বসতে পারবে। তবে মুদির দোকান, ওষুধের দোকান, অত্যাবশক পণ্যের দোকান খোলা থাকবে। দুধের দোকানও খোলা থাকবে।
  • এই সময়ে রাজ্যে সমস্ত রকমের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও বিনোদনগত অনুষ্ঠান বন্ধ থাকবে। যারা এই বিধি না মেনে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কোনও রকমের জমায়েত যাতে না হয় সেইদিকে লক্ষ্য রাখতে হবে।
  • রাজ্যব্যাপী পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। কোনও রকম পরিবহণের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। সরকারি ও বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক থাকবে। ট্রেন, ট্রাম, মেট্রো পরিষেবাও চালু থাকবে। স্টিমার ও ফেরি সার্ভিসও চালু থাকছে। টোটো, অটো, রিক্সা পরিষেবাও সচল রাখা হবে। ব্যক্তিগত পরিবহণের ক্ষেত্রেও কোনও বিধিনিষেধ আরোপিত হবে না।