
বেসরকারি স্কুলের মাত্রাছাড়া ফি-তে লাগাম টানতে আইন আনছে রাজ্য, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
বেসরকারি স্কুলগুলি নিয়ে নানা অভিযোগের কথা মাথায় রেখে এবার ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার ৷ স্কুলগুলিকে নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় আনা হচ্ছে নয়া আইন ৷ একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সাম্প্রতিক সময় হামেশাই অভিযোগ ওঠে যে, বেসরকারি স্কুলগুলো ইচ্ছেমতো ফি নিচ্ছে । গত কয়েক বছরে বিভিন্ন বেসরকারি স্কুলে বারবার অস্বাভাবিক মাত্রায় ফি বৃদ্ধির অভিযোগ করেছেন অভিভাবকেরা । স্কুলের গেটের বিক্ষোভের খবর নবান্ন পর্যন্তও পৌঁছেছে । তবে সরকারের তরফ থেকে বিগত দিনে এই নিয়ে বিশেষ কোনও পদক্ষেপ করার উদ্যোগ দেখা যায়নি । বছর ঘুরলেই রাজ্যে বিধানসভার ভোট । এই অবস্থায় অভিভাবকদের মনরক্ষায় মনোযোগী রাজ্য সরকার । মঙ্গলবার রাজ্য প্রশাসনের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন, এবার এই নিয়ে রাজ্য বিধানসভায় আইন আনতে চলেছে রাজ্য সরকার । আইনের মাধ্যমে হাসপাতালকে নিয়ন্ত্রণের জন্য যেভাবে কমিশন করা হয়েছে, একইভাবে বিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্যও কমিশন করা হবে । মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন । এই দিন প্রশ্নোত্তর পর্বে বিরোধী বিধায়কের তোলা প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানান, বেসরকারি স্কুলের ফি বৃদ্ধির বিষয়টি তাঁদেরও নজরে রয়েছে । তাঁর কথায়, “সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুল থেকে শুধু ফি বৃদ্ধি নয়, অভিভাবকদের উপর চাপ, কাঁচ ভেঙে পড়া-সহ একের পর এক অভিযোগ উঠেছে । আমরা এই নিয়ে একটি কমিশন গঠন করতে চলেছি । মূলত এই কমিশন সামগ্রিক বিষয় খতিয়ে দেখবে । শীঘ্রই বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল নিয়ে আসা হবে ।” শিক্ষামন্ত্রী বলছেন, এই মুহূর্তে এই সংক্রান্ত একটি ট্রাইবুনাল রয়েছে । কিন্তু তাতেও সমস্যা রয়েই যাচ্ছে । আর সেই কারণেই একটি বিল নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার । এদিন তিনি রাজ্যের বিরোধী দলের বিধায়কদের উদ্দেশে বলেন, সরকারের এই সাধু উদ্যোগ যেন রাজভবনে গিয়ে আটকে না পড়ে । অতীতে দেখা গিয়েছে, বহু বিল রাজভবনে যাওয়ার পর তা কার্যত হিমঘরে চলে যায় । এক্ষেত্রে যেন তেমনটি না হয় ।