এখনই নয় বিজয় মিছিল, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজের বাড়ি থেকেই দলের কর্মীদের উদ্দেশ্যে প্রথম বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়ে দিলেন কোভিডের জন্য ত্রাণের ব্যবস্থা করাই এখন প্রথম লক্ষ্য। ধন্যবাদ দিলেন আমজনতাকে। ধন্যবাদ জানিয়েছেন বাংলার মানুষকে। এদিন নিজ নিজ কেন্দ্রে জয়ী হয়েই মমতার বাড়িতে চলে এসেছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়রা। সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনরাও। মমতা তাঁদের সঙ্গে সংক্ষিপ্ত এক বৈঠকও করেন। তবে এদিন নানা সংবাদমাধ্যমের ক্যামেরায় যে গুরুত্বপূর্ণ ছবি ধরা পড়েছে তা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতার নিবিড় আলোচনা। সন্দেহ নেই এবার দলে আরও শক্তপোক্ত হল অভিষেকের ভূমিকা। এদিন মমতা দলের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখনই বিজয় মিছিল নয়, বরং কোভিডে অনেকে আক্রান্ত, তাঁদের জন্য কিছু করুন। আপনারা অনেক করেছেন, এবার বাড়ি ফিরে যান। সাবধানে থাকবেন। এই কোভিডের মধ্যে একদম বিজয় মিছিল বা উচ্ছ্বাস নয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। এটা বাংলার জয়। বাংলাই পারে। একমাত্র বাংলাই পারে। এখন প্রথম কাজই হবে কোভিডের ত্রাণের ব্যবস্থা করা।’ উল্লেখ্য এদিনই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিতে পারেন ঠিক কবে তিনি তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। একই সঙ্গে এদিন বিজেপির বেশ কিছু নেতানেত্রী সহ অনান্য দলের বেশ কিছু নেতানেত্রী মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

error: Content is protected !!