মহারাষ্ট্রে লকডাউন হচ্ছে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপি

দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। তা সত্ত্বেও মহারাষ্ট্রে লকডাউন জারি করতে নারাজ রাজ্য সরকার। শনিবার একথা স্পষ্ট করেছেন স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপি। দিন কয়েক আগে বিপর্যয় ব্যবস্থাপনামন্ত্রী বিজয় ওয়াদেত্তিয়ার লকডাউনের আভাস দিয়েছিলেন। কিন্তু, এদিন সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন টোপি। তিনি সাফ জানিয়েছেন, এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সংক্রমণের হার, হাসপাতালে বেড ও অক্সিজেনের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে কঠোর বিধিনিষেধ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। গোটা বিষয়টি রাজ্যবাসীর কোর্টেই ঠেলেছেন তিনি। তাঁর কৌশলী বার্তা, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে বিধিনিষেধ জারি করতেই হবে। তাই এই ধরনের পদক্ষেপ থেকে বাঁচতে হলে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। 

error: Content is protected !!