আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে হবে ঝড়-বৃষ্টি

কয়েক সপ্তাহ পরেই রাজ্যে বর্ষা প্রবেশ করবে। তারইমধ্যে আপাতত রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। তার জেরে তাপমাত্রা কিছুটা কম আছে।  আজ দক্ষিণবঙ্গের সব জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার এবং শুক্রবারের তুলনায় শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। ২৮ মে (রবিবার) থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অনেকটাই কমে যাবে।

error: Content is protected !!