
তিরুবনন্তপুরমে রেললাইন থেকে উদ্ধার তরুণী আইবি অফিসারের দেহ
রেললাইন থেকে উদ্ধার এক মহিলা আইবি অফিসারের দেহ। তিরুবনন্তপুরমের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মেঘা মধুসূদনম (২৫)। সোমবার চক্কা এলাকা থেকে সকাল সাড়ে ৯টা নাগাদ দেহটি উদ্ধার করে রেল পুলিশ। তড়িঘড়ি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্রে খবর, মেঘার বাড়ি পথনমথিট্টায়। কর্মসূত্রে আট মাস আগে তিরুবনন্তপুরমে আসেন। তিরুবনন্তপুর বিমান বন্দরে ইমিগ্রেশন বিভাগে কর্তব্যরত ছিলেন তিনি। সোমবার সকাল ৭টা নাগাদ ডিউটি সেরে সেখান থেকে বেরিয়ে যান। সাড়ে ৯টা নাগাদ পেট্টা ও চক্কার মাঝে রেললাইনে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। পুনে-কন্যাকুমারী এক্সপ্রেসের লোকো পাইলট জানান, লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই আইবি অফিসার। ট্রেনের ধাক্কায় তিনি পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে মেঘাকে রেললাইন ধরে হাঁটতেও দেখা গিয়েছিল। রেল পুলিশের তরফে পেট্টা থানায় জানানো হয়। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করছে তারা। পরিবার সূত্রে খবর, ফরেন্সিক সায়েন্সে গ্র্যাজুয়েট মেঘা শান্ত স্বভাবের। কথা কম বলতেন। কেন এই ঘটনা, বুঝতে পারছে না পরিবারও। মেঘার বাবা আইটিআইয়ের প্রিন্সিপাল, মা-ও সরকারি কর্মী। মঙ্গলবার সকালে শেষকৃত্য হবে তাঁর।