এবার বিরাটিতে নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত মহিলা

 উত্তর ২৪ পরগনার বিরাটিতে একটি নির্মীয়মাণ বাড়ির অংশ মাথায় পড়ে বেঘোরে প্রাণ গেল এক মহিলার। ছাদের পাঁচিলের অংশ ভেঙে পড়েছে। রাত ৮টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। শনিবার রাতে উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র কলোনিতে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম কেয়া শর্মা চৌধুরী। এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মাথায় ইট পড়ে গুরুতর জখম হওয়ার পর স্থানীয়েরাই মহিলাকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় কাউন্সিলর মহুয়া শীল বলেন, ‘‘বিল্ডিং ভাঙেনি। বিল্ডিং থেকে ইট মাথায় পড়ে মারা গিয়েছেন ওই মহিলা।’’  জানা গিয়েছে, নির্মীয়মাণ বাড়িটির নীচেই দাঁড়িয়েছিলেন ওই মহিলায়। সেই আচমকাই বাড়ির ইট খসে পড়ে তাঁর মাথায়। মৃতার স্বামী সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমার স্ত্রী ফোনে কথা বলছিল। সেই সময় ইট ভেঙে পড়েছে। আমি আইনি পদক্ষেপ করব। আর যেন কারও এ রকম ক্ষতি না হয়ে যায়।’’ মৃতার স্বামীর দাবি, বেআইনি ভাবে বাড়িটি তৈরি হচ্ছিল। তাঁর প্রশ্ন, ৮-১০ ফুটের রাস্তার পাশে কী ভাবে চার তলা বাড়ি তৈরি হয়? তাঁর কথায়, ‘‘যে ভাবে বাড়িটি তৈরি হচ্ছিল, তাতে আমার বাড়িতেও ধস নেমেছে।’’

error: Content is protected !!