
কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ৩
কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্তে বাংলাদেশ থেকে এদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করল বিএসএফ ৷ সূত্রের খবর, অবৈধভাবে চ্যাংড়াবান্ধার পানিশালা এলাকা দিয়ে ভারতে ঢোকে তারা । শিলিগুড়ির উদ্দেশে যাওয়ায় কথা ছিল তাদের ৷ কিন্তু গোপনসূত্রে খবর পেয়ে চ্যাংড়াবান্ধা সীমান্তের বিএসএফের ৯৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সোমবার তাদেরকে চ্যাংড়াবান্ধা বাইপাস এলাকা থেকে আটক করে । ধৃতদের নাম অনিল রায়, বিপুল রায় এবং হরি রায় । তিনজনের বাড়ি বাংলাদেশের নীলফামারী এলাকায় । সূত্রে খবর, মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে ধৃত বাংলাদেশি নাগরিকদের তুলে দেয় বিএসএফ ।