অনুব্রতর মেয়ে সুকন্যাকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত

অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে তিন দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। আগামী শনিবার পর্যন্ত কেষ্টকন্যাকে ইডি হেফাজতে থাকতে হবে। তবে নির্দিষ্ট সময়ের জন্য আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে সুকন্যাকে। গরু পাচারকাণ্ডে সুকন্যাকে বুধবার দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করার অভিযোগে তাঁকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ গ্রেফতার করেন তদন্তকারীরা। বুধবার সেই গ্রেফতারের পর বৃহস্পতিবার সুকন্যাকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তুলে ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। ইডির আবেদনের প্রেক্ষিতে তিন দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, সুকন্যার বিপুল সম্পত্তির উৎস, কোথায় কোথায় বিনিয়োগ হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেনের বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন। এর আগে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি ইডির জিজ্ঞাসাবাদে সুকন্যার নাম উল্লেখ করেছেন। তাঁর নামে থাকা সম্পত্তির বিষয়ে সুকন্যা জানিয়েছেন এই বিষয়ে ভালো বলতে পারবেন অনুব্রত আর মনীশ কোঠারি। দিল্লিতে বাবা এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন ইডির গোয়েন্দারা।

error: Content is protected !!