জার্সিতে আবাসনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩, আহত বহু

ব্রিটেনের অধীনস্থ দ্বীপরাষ্ট্র জার্সিতে এক আবাসনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। আর তার জেরে মৃত্যু হয়েছে তিনজনের। নিখোঁজ রয়েছেন একাধিক বাসিন্দা। গতকাল, গভীর রাতে ঘটেছে এই দুর্ঘটনাটি। পুলিস ও দমকলের আধিকারিকেরা তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। উত্তর-পশ্চিম ফ্রান্স ঘেঁসা এই দ্বীপরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে ব্রিটেনের হাতে। জার্সির পুলিশকর্তা জানিয়েছন, এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে যা দুঃখজনক। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। পুলিস ও জরুরি বিভাগের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। কী থেকে এই বিস্ফোরণ? জানাতে পারেনি পুলিস। তবে ওই তিনতলা আবাসনটি ভেঙে পড়েছে। কিছুজনকে সেই ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজে চলছে তল্লাশি। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জার্সির মু্খ্যমন্ত্রী ক্রিস্টিনা মুর। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

error: Content is protected !!