বিহারের আরা রেল স্টেশনে চলল গুলি, জোড়া খুন করে গুলিবিদ্ধ যুবক

 ভরা স্টেশনে চলল গুলি। এক ব্যক্তি ও তরুণীকে গুলি করে নিজেকে শেষ করলেন যুবক। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে বিহারের আরা রেল স্টেশনে এই ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। আরা স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর ৩ ও ৪-এর মাঝে অবস্থিত ওভারব্রিজে গুলি চলে। প্রত্যক্ষদর্শীদের মতে, একজন ২৩-২৪ বছরের যুবক প্রথমে একটি ১৬-১৭ বছরের নাবালিকাকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর ওই নাবালিকার বাবাকে গুলি করে নিজের দিকে বন্দুক তাক করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। স্বাভাবিকভাবেই এই ঘটোনায় আতঙ্ক ছড়ায় গোটা স্টেশন চত্বরে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন অন্যান্য যাত্রীরা। ঘটনাস্থলে এসে পৌঁছয় আরপিএফ। খবর দেওয়া হয় পুলিশে। খানিকক্ষণ পরে  ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ বাহিনী।  কী কারণে এই ঘটনা, তাঁরা একে অপরকে চেনেন কি না তা এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। আরার এসিপি পরিচয় কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

error: Content is protected !!