আনিস হত্যাকাণ্ডে সাসপেন্ড তিন পুলিশকর্মী

ছাত্রনেতা আনিশ খান হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড় ৷ কালই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আনিশ খান হত্য়াকাণ্ডে সিট গঠন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই ডিজি সিআইডি অপারেশন মিরাজ খালিদ, ব্যারাকপুর কমিশনারেট জয়েন্ট সিপি ধ্রুবজ্যোতি দে, হাওড়া গ্রামীনের জেলা পুলিশ সুপার সৌম্য রায় ঘটনাস্থলে আসেন । তারপরেই আমতা থানার পুলিশকে সোমবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই ছাত্রনেতা হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আমতা থানার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। তাঁদের থেকে ঘটনার সঙ্গে সম্পর্কিত তদন্তের খুঁটিনাটি পরীক্ষা করেন সিটের দুই শীর্ষ আধিকারিক । তাঁরা থানার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেন বলে সূত্রের খবর । তারপরেই এই তিনজনের কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি পায় ৷ ফলত সাসপেন্ড করা হয় এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম , হোমগার্ড কৃষ্ণনাথ বেরাকে।একইসঙ্গে থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে ভবানী ভবনে তলব করেছে সিট ৷ সূত্রের খবর, এই তিন আধিকারিক ছাড়াও আরেকজন সেদিন রাত্রে ঘটনাস্থলে গিয়েছিলেন । তাঁরও খোঁজ চালাচ্ছে সিট ৷

error: Content is protected !!