
তাপপ্রবাহের মাঝে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস!
তাপপ্রবাহের মাঝে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টিও চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস । বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে । তবে গরম থেকে আপাতত রেহাই মিলবে না ৷ ওই ঝড়বৃষ্টির সময়টুকু সাময়িক স্বস্তিতে মন ভরাতে হবে ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতি বজার থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্র । আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, নির্ধারিত দিনের পাঁচদিন আগেই দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশ-সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন থেকে চারদিনের মধ্যে তা মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে । তবে এর প্রভাবে বঙ্গে বৃষ্টি বাড়বে এমন নয় । আপাতত এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে ৷ বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় তাপপ্রবাহ চলবে । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে । এছাড়াও বৃহস্পতি ও শুক্রবার কালবৈশাখীর সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় । বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে । মালদা ও সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও তাপপ্রবাহের সম্ভাবনা নেই । অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় । 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে । দার্জিলিং ও কালিম্পং জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা । শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি । মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে ।