চলতি বছরে দীপাবলিতেই মুক্তি পাবে ‘টাইগার ৩’

নিজের ভক্তদের জন্য সুখবর দিলেন ভাইজান সলমন খান। চলতি বছরে দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’। ছবির পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে ভাইজান লিখেছেন, “আ রাহা হুঁ!’ পাশাপাশি তিনি এও লেখেন, ‘২০২৩ সালের দীপাবলিতে #Tiger3 নিয়ে। আপনার কাছাকাছি হলে #YRF50-এর সঙ্গে উদযাপন করুন #Tiger3। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে আমদের ছবি।” পোস্টারে দেখা যাচ্ছে সলমন ও ক্যাটরিনা ধ্বংসস্তূপের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে। টাইগার রূপে সলমন, সঙ্গে গলায় অতিপরিচিত স্কার্ফ। পোস্টারটি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, “নেই কোনও সীমা। নেই ভয়। পিছনে ফিরে দেখার কিছু। এই দীপাবলিতে প্রেক্ষাগৃহে #Tiger3। শুধুমাত্র আপনার কাছাকাছি হলে #YRF50-এর সঙ্গে উদযাপন করুন #Tiger3। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে।”

error: Content is protected !!