এবার বাঘের পায়ের ছাপ গোসাবাতে
কুলতলির পর ফের লোকালয়ে বাঘের পায়ের ছাপ । ঘটনায় আতঙ্কিত গোসাবার বাসিন্দারা । খবর পাওয়ামাত্রই বাঘকে খাঁচাবন্দি করতে ময়দানে নেমেছেন বন দফতরের আধিকারিকরা । বাঘ বন্দি করতে ইতিমধ্যেই পাতা হয়েছে জাল । বৃহস্পতিবার রাতে গোসাবার চরগেরি এলাকা সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়ে বাঘ । স্থানীয়রা বিষয়টি টের পাওয়ার পর তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় । দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও হদিশ মেলেনি বাঘ মামার।