নিমতিতা কাণ্ডে সুতির তৃণমূল প্রার্থীকে জেরা এনআইএ-র

মুর্শিদাবাদের নিমতিতা রেলস্টেশনে বিস্ফোরণকাণ্ডে এবার সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাসকে ম্যারাথন জেরা করল জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁকে প্রায় তিন ঘণ্টা ধরে জেরা করা হয়। সূত্রের খবর, জেরায় বিস্ফোরণকাণ্ডের পিছনে তাঁর কোনও যোগাযোগ নেই বলে দাবি করেন সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির নির্দেশে দলের ভাবমূর্তি কালিমালিপ্ত করার কাজে নেমেছে এনআইএ।

error: Content is protected !!