
১১ বছরের পুরনো গণপিটুনিতে হত্যা কান্ডে তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা
তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড। মঙ্গলবার ১১ বছর আগে পানিহাটিতে গণপিটুনি মামলায় সাজাঘোষণা করল বারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। শুধু কাউন্সিলর নন, আরও পাঁচজনকেও সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত বাকি তিনজনকে বেকসুর খালাস করেছে আদালত। গণপিটুনিতে হত্যা মামলায় দশ বছর পর গত শুক্রবার শেষ হয় বিচার প্রক্রিয়া। পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে বারাকপুর আদালত। ওইদিন আদালতে উপস্থিত হতেই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সাজাঘোষণা করা হল। তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকারকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজন বেকসুর খালাস পেয়েছেন। ২ জন এখনও পলাতক।