
ত্রিপুরায় নয়া রাজ্য কমিটি ঘোষণা তৃণমূলের, ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়
ত্রিপুরায় নতুন রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল। ত্রিপুরার ইনচার্জ করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জিকে। সেই সঙ্গে ত্রিপুরার প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিককে রাজ্য সভাপতি করা হয়েছে। মোট ১৩২ জনকে নিয়ে তৈরি হয়েছে রাজ্য কমিটি। যেখানে ৮ জন সহ সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সচিব, ৭২ জন কার্যনির্বাহী সদস্য এবং ৭ জন যুগ্ম সম্পাদক। এদিন ফেসবুকে নতুন রাজ্য কমিটির সম্পূর্ণ তালিকা পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে। যুব সভাপতি পদে বসানো হয়েছে শান্তনু সাহাকে। মহিলা সভাপতি হলেন পান্না দেব।

এছাড়াও ছয় সদস্যের কোর কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন সুবল ছাড়াও রয়েছেন সুস্মিতা দেব, আশিস দাস, আশিস লাল সিং, ভৃগুরাম রেয়াং এবং মামন খান। রাজ্যের মহিলা-কেন্দ্রিক সমস্যাগুলি সমাধানের জন্য, কমিটিতে ২৭ জন মহিলা সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যারা সর্বদা অনগ্রসর শ্রেণির উন্নতির জন্য কাজ করেছে, তারা রাজ্য কমিটিতে ১৬ জন তফসিলি জাতি সদস্য, ১৮ জন তফসিলি উপজাতি এবং ৩২ জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রিপুরার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটিতে মুসলিম সম্প্রদায়ের ১৪ জন প্রতিনিধিও রয়েছেন।
The All India Trinamool Congress under the inspiration and guidance of Hon’ble Chairperson Smt. @MamataOfficial is pleased to announce the Tripura Pradesh Trinamool Congress State Committee. pic.twitter.com/fryPnNAyaR
— AITC Tripura (@AITC4Tripura) April 29, 2022