আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

আসানসোল লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে ভোটপ্রচারে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিসনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে চিঠি পাঠিয়ে আসানসোলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও তৃণমূলের নালিশ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি অভিযুক্ত বিজেপি প্রার্থী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লিখেছেন, ‘গত ১৯ মার্চ ভোটপ্রচারে গিয়ে আসানসোলের বিজেপি প্রার্থী দলীয় কর্মী-সমর্থকদের তৃণমূল কর্মী-নেতাদের উপরে হামলা চালানোর জন্য উসকে ছিলেন। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘মারের বদলা মার-ই হবে। মারের বদলা তো নমস্কার হতে পারে না, আলিঙ্গন হতে পারে না। মারের বদলা মার-ই হবে।’ অর্থা‍ৎ তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছিলেন তিনি।’ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের অভিযোগ, ‘শুধু ১৯ মার্চ নয়, গত ২৯ মার্চ বার্নপুরে সাংবাদিক সম্মেলনেও ফের হিংসাত্মক মন্তব্য করেছেন। সেখানেও মারের বদলে মারের তত্ত্ব আওড়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী। জেতার জন্য কার্যত হিংসা ছড়ানোকেই হাতিয়ার করেছেন।’ এর পরেই আদর্শ আচরণ বিধি ভঙ্গের দায়ে এবং হিংসা ছড়ানোর ক্ষেত্রে উসকানি দেওয়ার দায়ে আসানসোলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩, ৫০৫ ও ৫০৬ ধারায় এফআইআর দায়ের করার জন্য অনুরোধ জানিয়েছেন কুণাল ঘোষ।