কালীঘাটে শুরু তৃণমূলের সবুজ আবির খেলা

আজ রাজ্যের ২৯২ টি কেন্দ্রে ভোট গণনা চলছে। তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ডের পর বেশিরভাগ জায়গায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে। তবে প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। তবে অমিত শাহরা দাবি করেছিলেন ২০০ আসন নিয়ে বাংলায় পরিবর্তনের সরকার গড়বে বিজেপি। তা কার্যত ব্যর্থ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দুপুর হতেই এবার কালীঘাটে উড়তে শুরু করেছে সবুজ আবির। দলীয় কর্মী সমর্থকরা উচ্ছ্বাস আটকাতে না পেরে চলে এসেছেন কালীঘাটে। সেখানে একে অপরকে সবুজ আবির মাখাচ্ছেন দলীয় কর্মীরা। পাশাপাশি দলীয় কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করান।

error: Content is protected !!