
ভুয়ো জব কার্ড প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে উত্তাল লোকসভা
কেন্দ্রীয় প্রকল্পে ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বৈরথ নতুন কোনও ঘটনা নয় ৷ সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই ফের সেই প্রসঙ্গে উত্তাল লোকসভা ৷ একদিকে যখন, ভুয়ো ভোটার কার্ড নিয়ে সরগরম গোটা দেশ ৷ এই আবহে ফের ১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ড নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার লোকসভার ট্রেজারি বেঞ্চের সদস্যদের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি৷ প্রশ্ন তোলেন, ২৫ লক্ষ ভুয়ো জব কার্ডের জন্য কেন বঞ্চিত হবে ১০ কোটি ! বক্তব্য দিতে উঠে তৃণমূল সাংসদ বলেন, “কেন্দ্রের তরফে একাধিকবার ২৫ লক্ষ ভুয়ো জব কার্ডের কথা বলা হয়েছে ৷ তাহলে তাদের পরিচয় প্রকাশ করতে হবে । বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক ৷ তদন্ত হোক ৷ কিন্তু, ২৫ লক্ষ ভুয়ো কার্ডের কথা বলে বাংলার ১০ কোটি মানুষের সুবিধা বন্ধ করা যাবে না ।” এখানেই শেষ নয় ৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-কেও আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷ এরপরই তৃণমূল সাংসদের এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানান ট্রেজারি বেঞ্চের সদস্যরা ৷ তৃণমূল সাংসদের বক্তব্যে আপত্তি জানান কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ এই নিয়ে উত্তাল হয়ে ওঠে লোকসভা ৷