
‘ভুয়ো ভোটার’ ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ১৫ মার্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকের দিনক্ষণ আবারও পরিবর্তন করা হয়েছে ৷ এর আগে 15 মার্চ নির্ধারিত এই বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল ৷ তা প্রথমে পিছিয়ে 16 মার্চ করা হয়েছিল ৷ রবিবার জানা গেল বৈঠক হবে 15 তারিখ ৷ ওইদিন বিকেল 4টেয় ভার্চুয়ালি এই বৈঠক পরিচালনা করবেন তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ ৷ তৃণমূল সূত্রের খবর, দলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করবেন ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, হোলি ও দোল উৎসবের কারণে বৈঠক 16 তারিখে স্থানান্তরিত হবে ৷ কিন্তু শেষ পর্যন্ত 15 তারিখই বৈঠক হবে । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ‘ভূতুড়ে’ ভোটারের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ এরপর নেতাজি ইন্ডোরে দলের সভাতেও তিনি অভিযোগ করেন, বিজেপি ভুয়ো ভোটারদের ব্যবহার করে 2026 সালের বিধানসভা নির্বাচনে সুবিধা নেওয়ার পরিকল্পনা করছে ৷ নির্বাচন কমিশনের প্রশ্রয়ে এই কাজ চলছে বলেও অভিযোগ করেন তিনি ৷ ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিত করতে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতারা রয়েছেন ৷ গত বৃহস্পতিবার, 6 মার্চ তৃণমূল ভবনে এই কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হলেও, ব্যস্ততার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকতে পারেননি ৷ এরপর তিনি 15 মার্চ ভার্চুয়াল বৈঠকের ডাক দেন ৷ এই বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্য এবং জেলার প্রতিনিধিদের রিপোর্ট পেশ করতে বলা হয়েছে ৷ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তা উপস্থাপন করা হবে ৷