মহানগর ইএসআই হাসপাতালে আনা হল অনুব্রতকে, ফিট সার্টিফিকেট পেলেই নিয়ে যাওয়া হবে দিল্লি by সংবাদ AME বাংলা 24X 7 জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হল অনুব্রত মণ্ডলকে। সেখানে চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করছেন তাঁর। সেখান থেকে ফিট সার্টিফিকেট পেলেই অনুব্রতকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। এদিন কড়া নিরাপত্তায় অনুব্রতকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/