বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক ধারা প্রয়োগের আর্জি, সুপ্রিমকোর্টের দ্বারস্থ তৃণমূল
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের ছাত্রনেতা সুদীপ রাহা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়ে তিনি রাজনীতিবিহীন বিচার ব্যবস্থার দাবি তোলেন। সুদীপের অভিযোগ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর আসনকে কলুষিত করছেন। সেই মর্মে শীর্ষ আদালতের কাছে তাঁর আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপর সংবিধানের ১২৪(৪) ধারা প্রয়োগ করা হোক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাম্প্রতিক সময়ে নানা কারণে বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি তিনি বিচারপতির আসনে বসে রাজনৈতিক নেতার মতো মন্তব্য করেন। সন্দেশখালিতে ইডির অভিযান নিয়ে কোর্ট রুমে সরব হয়ে বিচারপতি গুলি চালানোর কথা পর্যন্ত বলেন। তাঁর কথায় স্পষ্ট আভাস ছিল রাষ্ট্রপতি শাসন জারির। এর আগে ২০২৩ সালে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন বিচারপতি। তা নিয়েও প্রবল সমালোচনা হয়। প্রশ্ন ওঠে, বিচারপতি কি আদৌ সাক্ষাৎকার দিতে পারেন? এর পরিপ্রেক্ষিতেই তৃণমূলের ছাত্র নেতা সুদীপ রাহা বলেন, মু্খ্যমন্ত্রীর লেখা কবিতাকে নিয়েও বিচারপতি বিদ্রুপ করেছেন। তাঁর বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বলার অভিযোগও করেন সুদীপ। তৃণমূলের নাম করে বা ইঙ্গিতে কোথায় কী আক্রমণ শানিয়েছেন তা বিস্তারিতভাবে সুদীপ তুলে ধরেন তাঁর অভিযোগপত্রে। সেখানে সুদীপের অভিযোগ, পরিকল্পনামাফিক তৃণমূলকে আক্রমণ চালাচ্ছেন বিচারপতি। তিনি যেভাবে বিশেষ এক রাজনৈতিক দলের হয়ে সুর চড়াচ্ছেন, তা বিচারপতি হিসেবে কাম্য নয়।