
সকালে দল ছেড়েছিলেন, বিকেলেই বিজেপি-তে যোগ দিলেন বিপ্লব ওঝা
সকালে দল ছাড়ার ঘোষণা করেছিলেন। আর বিকেলেই নলহাটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় এসে বিজেপি-তে যোগ দিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূমের তৃণমূল নেতা বিপ্লব ওঝা। বীরভূমে দলের জেলা সহ সভাপতির পদে ছিলেন বিপ্লব ওঝা। জেলা পরিষদেরও সদস্য় তিনি। এ হেন নেতার দল ছেড়ে বিজেপি-তে যোগদান বীরভূমের মতো শক্ত ঘাঁটিতে শাসক দলের কাছে অবশ্য়ই বড় ধাক্কা। প্রায় এক বছর ধরে দল তাঁকে কোনও কর্মসূচিতে ডাকছে না, এই অভিযোগ তুলে এ দিন সকালে তৃণমূল ছাড়ার ঘোষণা করেন বিপ্লব ওঝা। যদিও দল ছাড়ার কথা জানিয়ে তিনি দাবি করেছিলেন, বিজেপি-তে যোগদানের বিষয়টি এখনই ভাবছেন না।