
দুর্নীতির অভিযোগ! পানিহাটির পুরসভার চেয়ারম্যানকে পদ ছাড়ার নির্দেশ ফিরহাদের
দুর্নীতির অভিযোগ থাকায় পানিহাটির পুরসভার চেয়ারম্যানকে পদ ছাড়ার নির্দেশ। সূত্রের খবর, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান পদ থেকে ইস্তফা দিন চেয়ারম্যান। সেই মতো পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মঙ্গলবার চেয়ারম্যান মলয় রায়কে পদ ছাডার কথা বলেছেন। দলের নির্দেশ মেনে পদ ছাড়তে রাজি হলেও চেয়ারম্যানের দাবি দলেরই একটা অংশ তাঁকে ফাঁসিয়েছে। অমরাবতী মাঠ দখল করে বেআইনিভাবে প্রোমোটিংয়ের পরিকল্পনা থেকে শুরু করে পুরসভার ১২৫ বছর পূর্তি উপলক্ষে কুপন ছাপিয়ে চাঁদা তোলার অভিযোগ। সমস্ত অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। ঘটনায় ক্ষুদ্ধ হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দলনেত্রীর ক্ষোভে চেয়ারম্যান পদ থেকে মলয় রায়ের পদত্যাগ নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা বাড়ছিল তৃণমূলের অন্দরে। সেই জল্পনা অবশেষে সত্যি হল। মুখ্যমন্ত্রীর নির্দেশে মলয়কে ফোন করে পদত্যাগ করতে বললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন দুপুরে বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে হঠাৎই মলয় রায়কে ফোন করেন ফিরহাদ। মন্ত্রী পুরসভার চেয়ারম্যানকে বলেন, “আপনি পদ ছাড়ুন। মুখ্যমন্ত্রী চান চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিন আপনি।” এর প্রেক্ষিতে পাল্টা মলয় ফিরহাদের কাছে তাঁর অপরাধ কী, তা জানতে চান। দুই নেতার কথোপকথনের পর চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, তিনি দলীয় নির্দেশ মেনে পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াবেন। তবে এনিয়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি। চেয়ারম্যানের দাবি, তিনি চক্রান্তের শিকার।