বিধানসভায় ধুন্ধুমার, শুভেন্দুর ঘুসিতে নাক ফাটল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের, ভর্তি এসএসকেএমে

আজ বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিনে ধুন্ধুমার। তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতির ঘটনায় উত্তেজনা বিধানসভায়। দু’পক্ষের হাতাহাতির আহত হয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি করা হয়েছে তাঁকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেরে নাক ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ বিধায়কের। এই ঘটনার পর সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেই সময় দেখা যায়, অসিতবাবু কাঁদছেন। তিনি বলেন, ‘ওরা (বিজেপি) আমাদের মহিলাদের গায়ে হাত দিচ্ছিল। আমি গিয়ে বললাম, মহিলাদের গায়ে হাত দিচ্ছেন কেন। তখন শুভেন্দু টেনে আমায় একটা ঘুষি মারল।’ অসিত মজুমদার জানিয়েছেন, তাঁর ডান চোখের নীচের দিকে সপাটে ঘুসি মারা হয়েছে। তৃণমূলের দাবি, অসিত মজুমদার ছাড়াও নির্মল মাজি-সহ তাঁদের বেশ কয়েকজন বিধায়ক জখম হয়েছেন। শুভেন্দু অবশ্য ঘুসি মারার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কাউকে মারধর করিনি। তৃণমূল বিধায়করাই একতরফা ভাবে আমাদের সদস্যদের মারধর করেছেন।

error: Content is protected !!