
প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা । বৃহস্পতিবার সকালে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নদিয়ার তেহট্টের এই বিধায়ক। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে বেঙ্গালুরুর এক হাসপাতালে চিকিৎসাও করান। সম্প্রতি তিনি দলের কাজেও সক্রিয় হন। কিন্তু হঠাৎ করেই বুধবার সকালে বাড়িতে অসুস্থ বোধ করেন। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাঁকে স্থানান্তর করা হয় কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট সেখানেই মৃত্যু হয় তাঁর। এদিন তাপস সাহার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “নদীয়ার তেহট্টের বিধায়ক, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, শ্রী তাপস সাহা’র অকাল মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আমার অনেক দিনের পুরাতন সহকর্মী ছিলেন। তাঁর এই মৃত্যু জেলা তথা বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অগণিত সমর্থককে আমার আন্তরিক সমবেদনা জানাই।”