
ত্রিপুরার পর এবার গোয়ায় তৃণমূলের কার্যালয় ‘ভাঙচুর’
ত্রিপুরার পর এবার গোয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস টার্গেট করছে বিজেপি। অভিযোগ, পুলিশ ও নির্বাচন কমিশনের সদস্যরাও কার্যালয়ে ঢুকে দলীয় কর্মীদের হেনস্তা করছে। এমনকী, তৃণমূলের পোস্টার ব্যানারও ছিঁড়ে ফেলা হচ্ছে। এই অভিযোগে নির্বাচনে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। নির্বাচন কমিশনের উদ্দেশে লেখা চিঠিতে ঘাসফুল শিবির জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ তাদের পানাজির কার্যালয়ে চড়াও হয় পুলিশ এবং নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক। যে কার্যালয়ে বসে সাংবাদিক সম্মেলন করেছেন তার ‘পারমিশন’ রয়েছে কিনা জানতে চান তাঁরা। স্বাভাবিকভাবে অতরাতে নির্বাচন কমিশনের আধিকারিকরা উপস্থিত হওয়ায় অপ্রস্তুতে পড়েন দলীয় কর্মীরা। তাঁরা জানাচ্ছেন, সেই সময় কার্যালয়ে আইনজীবীরা মনোনয়নপত্র পরীক্ষার কাজ করছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরও নাকি হেনস্তা করে ওই পুলিশ আধিকারিকেরা। এর পর নাকি কার্যালয়ে থাকা ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতৃত্ব। এদিকে এ নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। দেওয়া হয়েছে চিঠিও। এমনকী, দিল্লির নির্বাচন কমিশনেও যাচ্ছেন তৃণমূলের দুই সাংসদ।