নিলামে কারচুপির অভিযোগে গ্রেফতার টোকিও অলিম্পিকের সাবেক কর্মকর্তা

টোকিও অলিম্পিক্স ও প্যারালিম্পিক্সের আয়োজক কমিটির সাবেক এক কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জাপানি প্রসিকিউটররা। সাবেক সিনিয়র কর্মকর্তা ইয়াসুও মোরি একচেটিয়া আইন লঙ্ঘন, গ্রীষ্মকালীন অলিম্পিক্স গেমস প্রতিযোগিতা পরিচালনা এবং চুক্তিতে কারচুপির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। ২০২১ সালে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকে প্রাক-খেলা এবং প্রতিযোগিতা চালানোর জন্য চুক্তিকৃত অর্থের পরিমাণ ছিল প্রায় ৩০৩ মিলিয়ন মার্কিন ডলার। গ্রেফতার হওয়া বাকি তিনজন হলেন জাপানি বিজ্ঞাপন জায়ান্ট ডেন্টসু ইনকর্পোরেটেডের সাবেক নির্বাহী কোজি হেমি, ইভেন্ট প্রোডাকশন কোম্পানি সেরেসপো কোং এবং ফুজি ক্রিয়েটিভ কর্পোরেশনের কর্মকর্তা ইয়োশিজি কামতা এবং মাসাহিকো ফুজিনো। টোকিওর গভর্নর ইউরিকো কোইকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাওরিকে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক। এর আগে ঘুষ কেলেঙ্কারিতে আয়োজক কমিটির একজন সাবেক কর্মকর্তা হারুয়ুকি তাকাহাশি প্রধান ইভেন্টের স্পন্সর বা মার্কেটিং এজেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার জন্য ব্যবসাকে সহায়তা করার বিনিময়ে মোট ১৯৮ মিলিয়ন ইয়েন (প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার) ঘুষ গ্রহণের সাথে চারবার অভিযুক্ত হয়েছেন।

error: Content is protected !!