
আজ থেকে ৫ শতাংশ বাড়ল জাতীয় সড়কের টোল ট্যাক্স, অসন্তোষ পরিবহণ সংগঠনের
মঙ্গলবার থেকে বাড়তে চলেছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে ৷ আগামী ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। রোড ট্রান্সপোর্ট, ন্যাশনাল হাইওয়ে মন্ত্রকের নিয়ম অনুসারে প্রতি অর্থবর্ষে ১ এপ্রিল জাতীয় সড়কের টোল ট্যাক্স বৃদ্ধি হয়। আর সেই নিয়ম অনুসারে এই বছরে ফের বাড়ল টোল ট্যাক্স। মঙ্গলবার থেকে দেশজুড়ে পাঁচ শতাংশ হারে বাড়ানো হয়েছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। তবে সরকারি নিয়ম থাকলেও রাজ্যের গণপরিবহণ বা পন্যপরিবহণের অবস্থা ‘খুব খারাপ’ তাই বর্ধিত টোল ট্যাক্স দেওয়া নিয়ে আপত্তি করেছে বেসরকারি বাস থেকে শুরু করে অন্য সংগঠনগুলি। এই নিয়ে বেসরকারি বাস মালিক সংগঠন এবার চিঠি দিল রাজ্য পরিবহণ দফতরকে। বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধিনস্থ হলেও রাজ্য পরিবহণ দফতরের হস্তক্ষেপে যাতে কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের সঙ্গে একটি বৈঠক করা যায় সেই আবেদন জানিয়ে পরিবহণ দফতরকে চিঠি দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে মঙ্গলবার থেকে রাজ্য-সহ দেশজুড়ে পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে টোল ট্যাক্স। জাতীয় সড়কের টোল ট্যাক্স বৃদ্ধির নিয়মের বিরোধিতা করে ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা হয়েছে কিন্তু কোনও ফল হয়নি। চলতি মাসেই এই বিষয়ে আবারও সংগঠনের পক্ষ থেকে পরিবহণ দফতরকে চিঠি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। রাজ্যের একাধিক জেলায় এক একটি বেসরকারি বাসকে দৈনিক ৫০০ থেকে ২১০০ টাকা পর্যন্ত টোল দিতে হয়। কত টাকা আয় হলে এই পরিমানে টোল দেওয়া যেতে পারে বলেও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকার নিজের মতো করে ডিজেলের মূল্যবৃদ্ধি করছে ৷ অন্যদিকে, রাজ্য সরকার বাস ভাড়া বৃদ্ধি করবে না। এর উপর পুলিশের অত্যাচার নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছে। তাই অবিলম্বে বর্ধিত টোলের টাকা প্রতি যাত্রীর টিকিটের ভাড়ার সঙ্গে যোগ করার নিয়ম করা হোক। তা না হলে আগামিদিনে জেলায় বাস পরিষেবা দেওয়া সম্ভব হবে না।”