করোনায় আক্রান্ত পার্নো মিত্র

টলিউডে ফের করোনার থাবা। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী পার্নো মিত্র। জানা গিয়েছে, একই বছর দু’বার করোনা আক্রান্ত হলেন তিনি। ইনস্টা স্টোরিতে দুঃসংবাদটি নিজেই জানান অভিনেত্রী। তিনি লেখেন, “একটা গুরুত্বপূর্ণ আপডেট সকলকে দিতে চাই। আমি করোনা আক্রান্ত। মৃদু উপসর্গ। আমি আইসোলেশনে আছি। গত তিনদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা দয়া করে কোয়ারেন্টাইনে থাকবেন। প্রয়োজনে পরীক্ষা করে নিন। সাবধানে থাকুন। মাস্ক পরুন।” টিকার দু’টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে তাঁর। তা সত্ত্বেও আবারও করোনায় আক্রান্ত অভিনেত্রী। ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার পরেও ভাইরাসের সংক্রমণ হওয়ায় উদ্বেগ যেন আরও বাড়ছে।

error: Content is protected !!